সিএমপির ১৩ পরিদর্শককে একযোগে বদলি, তিন থানায় নতুন ওসি
চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) ১৩ পরিদর্শককে একযোগে বদলি করা হয়েছে।তিনজনকে নগরের তিন থানার ওসি হিসেবে এবং বাকিদের বিভিন্ন পদে পদায়ন করা হয়েছে।
মঙ্গলবার সিএমপি কমিশনার সালেহ মোহাম্মদ তানভীর স্বাক্ষরিত আদেশে এ বদলি করা হয়।
এর মধ্যে ডিবি উত্তরের পরিদর্শক মো. মঈনুর রহমানকে চান্দগাঁও থানায়, পাঁচলাইশ থানার পরিদর্শক (তদন্ত) মো. কবিরুল ইসলামকে ইপিজেড থানায় ও চান্দগাঁও থানার ওসি মো. মোস্তাফিজুর রহমানকে পাহাড়তলী থানায় ওসি হিসেবে পদায়ন করা হয়েছে।
এ ছাড়া পরিদর্শক (প্রশাসন) অংসা থোয়াই মারমা, পরিদর্শক (সিটিএসবি) আ ন ম গোলাম কিবরিয়া ও পরিদর্শক মোহাম্মদ আতিকুর রহমানকে পরিদর্শক (প্রসিকিউশন), আকবরশাহ থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ আমিনুল হককে নগর গোয়েন্দা পুলিশের উপ-কমিশনার (পশ্চিম) কার্যালয়ে পরিদর্শক (অপরাধ), পরিদর্শক ফজলুল কাদের পাটোয়ারীকে পরিদর্শক (সিটিএসবি), পরিদর্শক এম সাকের আহমেদকে আকবরশাহ থানার পরিদর্শক (তদন্ত), মো. নুরুল বাশারকে ইপিজেড থানার পরিদর্শক (তদন্ত), সৈয়দ মঈনুল হোসেনকে পরিদর্শক (সিটিএসবি), মো. নাজিম উদ্দিন মজুমদারকে পরিদর্শক (ডিবি-উত্তর) ও কামাল উদ্দিনকে পাঁচলাইশ থানায় পরিদর্শক (তদন্ত) হিসেবে পদায়ন করা হয়েছে।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত