স্বামী-সন্তান রেখে প্রেমিকের বাড়িতে অনশনে বিশ্ববিদ্যালয়ের ছাত্রী

| আপডেট :  ১০ মে ২০২২, ১০:৩০  | প্রকাশিত :  ১০ মে ২০২২, ১০:৩০

স্বামী-সন্তান থাকা সত্ত্বেও প্রেমের সম্পর্কের জেরে বিয়ের দাবিতে জামালপুর থেকে বরগুনার চান্দখালীতে প্রেমিকের বাড়িতে অবস্থান নেওয়া সেই তরুনীর বিরুদ্ধে ব‍্যবস্থা নিতে নির্দেশ দিয়েছেন আদালত।

মঙ্গলবার (১০ মে) সকালে বরগুনার মূখ্য বিচারিক হাকিম মুহাম্মদ মাহবুব আলম বেতাগী থানাকে এই আদেশ দিয়েছেন।

গত ২৯ এপ্রিল বরগুনার চান্দখালীর মাহমুদ হাসানের বাড়িতে বিয়ের দাবিতে অবস্থান নেন জামালপুরের শিখা আক্তার মৌ নামে এক তরুণী। তিনি নিজেকে একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ছাত্রী পরিচয় দেন। পরবর্তী সময়ে ওই যুবকের মামাকে অবরুদ্ধ করে স্থানীয় লোকজনের সহায়তায় তালা ভেঙে ঘরে প্রবেশ করেন তিনি। সেখানে অবস্থান নিয়ে বিয়ের দাবি মেনে না নিলে আত্মহত্যার হুমকি দেন। পরে বিষয়টি নিয়ে কথা বলার জন্য ওই যুবকের মা-বাবা ওই বাসায় আসার পর তাদেরও অবরুদ্ধ এবং স্থানীয় লোকজনের সহায়তায় জিম্মি করা হয়। পরে যুবকের মা-বাবা ওই তরুণীকে তাঁর আগের বিয়ের তালাকনামা, বৈধ অভিভাবক হাজির করা ও গণমাধ্যমের সঙ্গে কথা না বলাসহ তিনটি শর্ত দেন এবং এসব শর্ত পূরণ করলে বিয়ের দাবি মেনে নেওয়ার আশ্বাস দেন।

কিন্তু তরুণী শর্ত ভেঙে গণমাধ্যমে কথা বলা চালিয়ে যান এবং বিয়ের তালাকনামা ও অভিভাবক হাজির করতে ব্যর্থ হয়ে উল্টো আত্মহত্যার হুমকি দিতে থাকেন। এ অবস্থায় ওই যুবকের বাবা মঙ্গলবার বরগুনার মুখ্য বিচারিক হাকিম আদালতে প্রতিকার চেয়ে আবেদন করেন। তাঁর আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত ওই তরুণীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে বেতাগী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) আদেশ দেন।

মামলার বাদী ও যুবকের বাবা মোশাররফ হোসেন বলেন, ‘ওই তরুণী নিজেকে একটি ভার্সিটির আইন বিভাগে অধ্যয়নরত ও অবিবাহিত দাবি করে আমার ছেলেকে বিয়ের দাবিতে চান্দখালীতে আমার ভাড়া বাসায় এসে অবস্থান নেয়। আমরা তরুণীকে শর্ত দিয়েছিলাম। কিন্তু সে তা পূরণ করতে ব্যর্থ হয়ে উল্টো আত্মহত্যার হুমকি দিয়ে আমাদের হয়রানি করে আসছে। আমরা তার অভিভাবকের সঙ্গে যোগাযোগে ব্যর্থ হয়েছি।

এ বিষয়ে বরগুনা জেলা আইনজীবী সমিতির সদস‍্য অ্যাড. সাইমুল ইসলাম রাব্বি বলেন, আমি বিষয়টি আদালতের নজরে এনে আজ আবেদন করি। আদালতের বিচারক কথিত বিয়ের দাবিতে বরগুনার চান্দখালীতে একটি পরিবারকে অবরুদ্ধ করে অবস্থানরত জামালপুরের তরুণীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে বেতাগী থানার ওসিকে নির্দেশনা দেন। বরগুনার মূখ্য বিচারিক হাকিম মুহাম্মদ মাহবুব আলম এই আদেশ দেন। জাস্টিস অব দ্যা পিস আইনে এই আদেশ দিয়েছেন বিচারক। বেতাগী থানার ওসি শাহ আলম জানান, এখনো আদেশ হাতে পাইনি। আদেশ পাওয়ার পরে ব‍্যবস্থা নেয়া হবে।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত