হজ করতে একজনের লাগবে ৫ লাখ ৮৬ হাজার ৩৪০ টাকা
হজের উভয় প্যাকেজের জন্য ব্যয় ৫৯ হাজার টাকা করে বাড়ানো হয়েছে। এর ফলে প্রথম প্যাকেজে ব্যয় দাঁড়িয়েছে ৫ লাখ ৮৬ হাজার ৩৪০ টাকা এবং দ্বিতীয় প্যাকেজ দাঁড়ালো ৫ লাখ ২১ হাজার ১৫০ টাকা।
বৃহস্পতিবার (২৬ মে) সচিবালয়ে নিজ দফতরে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ধর্ম বিষয়ক প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান।
প্রতিমন্ত্রী বলেন, ‘বাড়তি ৫৯ হাজার টাকা হাজিদের ৩০ মে’র মধ্যে ব্যাংকে পরিশোধ করতে হবে। এ জন্য তফসিলি ব্যাংক শুক্র ও শনিবার খোলা থাকবে। সৌদি সরকার মোয়াল্লেম ফি বাড়ানোর কারণে এই খরচ বাড়লো।’
তিনি জানান, বেসরকারি খরচও বাড়লো ৫৯ হাজার টাকাই। সে ক্ষেত্রে বেসরকারি খরচে সর্বনিম্ন প্যাকেজ দাঁড়ালো ৫ লাখ ২২ হাজার ৭৪৪ টাকা।
তবে বেসরকারিভাবে সর্বোচ্চ খরচ নির্ভর করে কে কীভাবে সেখানে খরচ করে তার ওপর। তাই সর্বোচ্চর নির্দিষ্ট হিসাব নেই বলেও জানান তিনি।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত