১০ ডিসিকে বিভিন্ন দফতরে পদায়ন করে আদেশ জারি
সরকার দেশের ১৩ জেলায় নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ দিয়ে আদেশ জারি করেছে। এই ১৩ জেলায় দায়িত্ব পালনকারী বর্তমান ডিসিদের মধ্য থেকে ১০ জনকে সরকারের বিভিন্ন দফতরে পদায়ন করা হয়েছে। এ ছাড়া ২ জেলার ডিসিকে অন্য জেলার ডিসি হিসেবে পদায়ন করা হয়েছে।
বুধবার (৫ জানুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত পৃথক আদেশ জারি করা হয়েছে।
নতুন কর্মস্থলে বদলি হওয়া সাত ডিসি হলেন—পিরোজপুরের আবু আলী মো. সাজ্জাদ হোসেন, চুয়াডাঙ্গার নজরুল ইসলাম, গাজীপুরের এসএম তরিকুল ইসলাম, নীলফামারীর হাফিজুর রহমান চৌধুরী, নোয়াখালীর মোহম্মদ খুরশিদ আলম, রাজবাড়ির দিলশাদ বেগম, নারায়ণগঞ্জের মুস্তাইন বিল্লাহ, গাইবান্ধার আব্দুল মতিন, নওগাঁর হারুন অব রশিদ, ব্রাহ্মণবাড়িয়ার হায়ত উদ দৌলা।
জনপ্রশাসন মন্ত্রণালয় জানিয়েছে, চুয়াডাঙ্গার জেলা প্রশাসক (ডিসি) নজরুল ইসলাম সরকারকে বাংলাদেশ টেলিভিশনের উপ-মহাপরিচালক, গাজীপুরের ডিসি এসএম তরিকুল ইসলামকে বাংলাদেশ সার্ভিসেস লিমিটেডের সচিব এবং নীলফামারীর ডিসি হাফিজুর রহমান চৌধুরীকে জ্বালানি ও খনিজসম্পদ বিভাগের যুগ্ম-সচিব পদে বদলি করা হয়েছে।
একই সঙ্গে অপর এক আদেশে পিরোজপুরের ডিসি আবু আলী মো. সাজ্জাদ হোসেনকে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির একান্ত সচিব হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের অপর আদেশে নোয়াখালীর ডিসি মোহম্মদ খুরশিদ আলমকে বিটিআরসি’র (বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন) সচিব পদে বদলি করা হয়েছে।
এ ছাড়াও গাইবান্ধার ডিসি আব্দুল মতিন ও নওগাঁর ডিসি হারুন অর রশিদকে জননিরাপত্তা বিভাগ, ব্রাহ্মণবাড়িয়ার ডিসি হায়ত উদ দৌলাকে মৎস্য ও পানিসম্পদ মন্ত্রণালয়, রাজবাড়ীর ডিসি দিলশাদ বেগমকে সুরক্ষা ও সেবা বিভাগ ও নারায়ণগঞ্জের ডিসি মুস্তাইন বিল্লাহকে সড়ক ও জনপথ (সওজ) বিভাগের উপসচিব পদে বদলি করা হয়েছে।
জনস্বার্থে এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলেও আদেশে বলা হয়েছে।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত