১৩তম গ্রেডে কার বেতন কত হবে জেনে নিন
সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের বেতন স্কেলের ১৩তম গ্রেডে নির্ধারিত বেতন নিয়ে জটিলতা সৃষ্টি হয়েছে। এতে শিক্ষকদের মধ্যে অসন্তোষ সৃষ্টি হয়েছে।শিক্ষকদের বেতন-ভাতা দেয়ার জন্য নির্ধারিত ‘আইবাস প্লাস প্লাস’ সফটওয়্যার মডিউলের সিস্টেমে ১৩তম গ্রেডের উচ্চধাপে বেতন নির্ধারণ সংক্রান্ত বিষয়টি সংযোজন (ইনপুট) করার পরও বিভিন্ন জেলা-উপজেলায় অনেক শিক্ষক এই গ্রেডে বেতন পাচ্ছেন না বলে জানা গেছে।
প্রাথমিকের শিক্ষকরা বলছেন, সরকার ২০২০ সালের ফেব্রয়ারিতে সহকারী শিক্ষকদের বেতন গ্রেড ১৩তম করার সিদ্ধান্ত নেয়। কিন্তু দীর্ঘ এক বছরের বেশি সময় পার হলেও এখনো ওই গ্রেডে সকল সহকারী শিক্ষক বেতন পাচ্ছে না। এ নিয়ে চরম হতাশা বিরাজ করছে শিক্ষকদের মাঝে।
প্রাথমিক সহকারী শিক্ষক সমিতির প্রেসিডেন্ট মাহমুদুন্নবী ডলার বলেন, সরকার গ্রেড ঘোষণা করেছে ২০২০ সালের শুরুতে। এখন ২০২১ সাল শেষ হওয়ার পথে। এখনও শিক্ষকরা আগের স্কেলে বেতন তুলছেন। বিষয়টি খুবই দুঃখজনক। আজ শিক্ষকরা পেশা পরিবর্তন করছেন। কারণ কী কেউ কখনো জানতে চেয়েছেন? জাতি গড়ার কারিগরদের নিয়ে যদি এ চলে সেখানে বলার কিছু নেই।
এদিকে ১৩তম গ্রেড যথাযথ বাস্তবায়নের বিষয়ে প্রাথমিক শিক্ষা অধিদফতরের মহাপরিচালক এ এম মনছুরুল আলম একটি নির্দেশনা দিয়েছেন। এতে বলা হয়েছে, সফটওয়্যারে স্নাতক বা সমমানের ডিগ্রির চেয়ে কম শিক্ষাগত যোগ্যতাসম্পন্ন শিক্ষকদের উন্নীত স্কেলের বেতন নির্ধারণের অপশন সংযোজনের জন্য ‘আইবাস প্লাস প্লাস’ প্রকল্প দফতরকেও চিঠি দেয়া হয়েছে। সহসা তা সংযোজন করার উদ্যোগ গ্রহণ করা হয়েছে। কিন্তু এরপরও মাঠ পর্যায়ে উপজেলা শিক্ষা অফিস থেকে উন্নীত স্কেলে সহকারী শিক্ষকদের বেতন নির্ধারণ সম্পন্ন করেনি। এর ফলে শিক্ষকরা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন।
এ পরিস্থিতে মাঠ পর্যায়ের শিক্ষা অফিসগুলোকে মে মাসেই শিক্ষকদের বেতন ১৩তম গ্রেডে নিধারণের কাজ শেষ করতে বলা হয়েছে। জানতে চাইলে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব রতন চন্দ্র পন্ডিত বলেন, শিক্ষকদের বেতন জটিলতা সমাধান করা হয়েছে। কিছু জায়গায় সমস্যা থাকলেও দ্রুত সমাধান হয়ে যাবে। তবে ১০ম গ্রেড ও ১১তম গ্রেড নিয়ে এখনো কোনো চিন্তা নেই বলে জানান তিনি।
১৩তম গ্রেডে কার বেতন কত
১৫ তম গ্রেড ৯৭০০ স্কেলের মূল বেতন ০৯/০২/২০২০ তারিখে ১৩ তম গ্রেড ১১০০০-২৬৫৯০ স্কেলে নিম্নে উল্লেখিত হারে নির্ধারণ হবে:
৯৭০০ স্কেলে মূল বেতন ৯৭০০ হলে ১১০০০, ১০১৯০ হলে ১১০০০, ১০৭০০ হলে ১১০০০, ১১২৪০ হলে ১১৫৫০, ১১৮১০ হলে ১২১৩০, ১২৪১০ হলে ১২৭৪০, ১৩০৪০ হলে ১৩৩৮০, ১৩৭০০ হলে ১৪০৫০, ১৪৩৯০ হলে ১৪৭৬০, ১৫১১০ হলে ১৫৫০০, ১৫৮৭০ হলে ১৬২৮০, ১৬৬৭০ হলে ১৭১০০, ১৭৫১০ হলে ১৭৯৬০, ১৮৩৯০ হলে ১৮৮৬০, ১৯৩১০ হলে ১৯৮১০
১৪ তম গ্রেড ১০২০০ স্কেলের মূল বেতন ০৯/০২/২০২০ তারিখে ১৩ তম গ্রেড ১১০০০-২৬৫৯০ স্কেলে নিম্নে উল্লেখিত হারে নির্ধারণ হবে:
১০২০০ স্কেলে মুল বেতন ১০২০০ হলে ১১০০০, ১০৭১০ হলে ১১০০০, ১১২৫০ হলে ১১৫৫০, ১১৮২০ হলে ১২১৩০, ১২৪২০ হলে ১২৭৪০, ১৩০৫০ হলে ১৩৩৮০, ১৩৭১০ হলে ১৪০৫০, ১৪৪০০ হলে ১৪৭৬০, ১৫১২০ হলে ১৫৫০০, ১৫৮৮০ হলে ১৬২৮০, ১৬৬৮০ হলে ১৭১০০, ১৭৫২০ হলে ১৭৯৬০, ১৮৪০০ হলে ১৮৮৬০, ১৯৩২০ হলে ১৯৮১০, ২০২৯০ হলে ২০৮১০,
১৩তম গ্রেড ১১০০০ স্কেলের মূল বেতন ০৯/০২/২০২০ তারিখে ১২তম গ্রেড ১১৩০০-২৭৩০০ স্কেলে নিম্নে উল্লেখিত হারে নির্ধারণ হবে:
১১০০০ স্কেলে মুল বেতন ১১০০০ হলে ১১৩০০, ১১৫৫০ হলে ১১৮৭০, ১২১৩০ হলে ১২৪৭০, ১২৭৪০ হলে ১৩১০০, ১৩৩৮০ হলে ১৩৭৬০, ১৪০৫০ হলে ১৪৪৫০, ১৪৭৬০ হলে ১৫১৮০, ১৫৫০০ হলে ১৫৯৪০, ১৬২৮০ হলে ১৬৭৪০, ১৭১০০ হলে ১৭৫৮০, ১৭৯৬০ হলে ১৮৪৬০, ১৮৮৬০ হলে ১৯৩৯০, ১৯৮১০ হলে ২০৩৬০, ২০৮১০ হলে ২১৩৮০, ২১৮৬০ হলে ২২৪৫০, ২২৯৬০ হলে ২৩৫৮০, ২৪১১০ হলে ২৪৭৬০।
১২তম গ্রেড ১১৩০০ স্কেলের মূল বেতন ০৯/০২/২০২০ তারিখে ১১তম গ্রেড ১২৫০০-৩০২৩০ স্কেলে নিম্নে উল্লেখিত হারে নির্ধারণ হবে:
১১৩০০ স্কেলে মূল বেতন ১১৩০০হলে ১২৫০০, ১১৮৭০ হলে ১২৫০০, ১২৪৭০ হলে ১২৫০০, ১৩১০০ হলে ১৩১৩০, ১৩৭৬০ হলে ১৩৭৯০, ১৪৪৫০ হলে ১৪৪৮০, ১৫১৮০ হলে ১৫২১০, ১৫৯৪০ হলে ১৫৯৮০, ১৬৭৪০ হলে ১৬৭৮০, ১৭৫৮০ হলে ১৭৬২০, ১৮৪৬০ হলে ১৮৫১০। ১৯৩৯০ হলে ১৯৪৪০, ২০৩৬০ হলে ২০৪২০, ২১৩৮০ হলে ২১৪৫০, ২২৪৫০ হলে ২২৫৩০, ২৩৫৮০ হলে ২৩৬৬০, ২৪৭৬০ হলে ২৪৮৫০, ২৬০০০ হলে ২৬১০০, ২৭৩০০ হলে ২৭৪১০।
১১তম গ্রেড ১২৫০০ স্কেলের মূল বেতন ০৯/০২/২০২০ তারিখে ১০তম গ্রেড ১৬০০০-৩৮৬৪০ স্কেলে নিম্নে উল্লেখিত হারে নির্ধারণ হবে:
১২৫০০ স্কেলে মূল বেতন ১২৫০০ হলে ১৬০০০, ১৩১৩০ হলে ১৬০০০, ১৩৭৯০ হলে ১৬০০০, ১৪৪৮০ হলে ১৬০০০, ১৫২১০ হলে ১৬০০০, ১৫৯৮০ হলে ১৬০০০, ১৬৭৮০ হলে ১৬৮০০, ১৭৬২০ হলে ১৭৬৪০, ১৮৫১০ হলে ১৮৫৩০, ১৯৪৪০ হলে ১৯৪৬০, ২০৪২০ হলে ২০৪৪০, ২১৪৫০ হলে ২১৪৭০, ২২৫৩০ হলে ২২৫৫০, ২৩৬৬০ হলে ২৩৬৮০, ২৪৮৫০ হলে ২৪৮৭০, ২৬১০০ হলে ২৬১২০, ২৭৪১০ হলে ২৭৪৩০, ২৮৭৯০ হলে ২৮৮১০, ৩০২৩০ হলে ৩০২৬০।
০৯/০২/২০২০ তারিখে উল্লেখিত হারে মূল বেতন নির্ধারণের পর ০১/০৭/২০২০ তারিখে যথারীতি প্রাপ্য ইনক্রিমেন্ট যোগ হওয়ার কথা রয়েছে।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত