১৪ অতিরিক্ত সচিবকে বদলি করে প্রজ্ঞাপন
প্রশাসনে ১৪ জন অতিরিক্ত সচিব পদ মর্যদার কর্মকর্তাদের বদলি করা হয়েছে। মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ আবুল কালাম আজাদ ও এবিএম ইফতেখারুল ইসলাম খন্দকার স্বাক্ষরিত প্রথক তিনটি প্রজ্ঞাপন থেকে এ তথ্য জানানো হয়েছে।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব এবিএম ইফতেখারুল ইসলাম খন্দকার স্বাক্ষরিত প্রজ্ঞাপন বলা হয়, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব সাবিনা ইয়াসমীনকে স্বাস্থ্য ও সেবা বিভাগের অতিরিক্ত সচিব, স্বাস্থ্য ও সেবা বিভাগের অতিরিক্ত সচিব মুহিবুর রহমানকে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব, স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের অতিরিক্ত সচিব শাব্বীর হোসেনকে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব, জাতীয় ক্রীড়া পরিষদের সচিব (অতিরিক্ত সচিব) মাসুদ করিমকে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব, জাতীয় মহিলা সংস্থার নির্বাহী পরিচালক (অতিরিক্ত সচিব) মাকসুরা নুর এনডিসিকে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব, বঙ্গবন্ধু দারিদ্র বিমোচন ও পল্লী উন্নয়ন একাডেমির মহাপরিচালক (অতিরিক্ত সচিব) শেখ মনিরুজ্জামানকে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব, স্বাস্থ্য ও সেবা বিভাগের অতিরিক্ত সচিব সৈয়দ মজিবুল হককে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব হিসেবে বদলিপূর্বক নিয়োগ করা হলো।
অপর এক প্রজ্ঞাপনে ভুমি আপীল বোর্ডের সদস্য (অতিরিক্ত সচিব) আবু হেনা মোস্তফা কামালকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (অতিরিক্ত সচিব), যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে সংযুক্ত অতিরিক্ত সচিব আনোয়ার হোসেনকে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব, পরিকল্পনা কমিশনে দায়িত্ব পালনের জন্য প্রধান (অতিরিক্ত সচিব) কাজী জাহাঙ্গীর আলমকে পরিকল্পনা বিভাগের অতিরিক্ত সচিব, স্ট্রেনদেনিং অব দি মিনিষ্ট্রি অব ডিজাস্টার ম্যানেজমেন্ট এন্ড রিলিফ প্রোগ্রাম এডমিনিেিষ্ট্রশন এর প্রকল্প পরিচালক (অতিরিক্ত সচিব) সিদ্দিকুর রহমানকে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগে সংযুক্ত অতিরিক্ত সচিব অজিত কুমার ঘোষকে কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব হিসেবে বদলিপূর্বক নিয়োগ করা হলো।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ আবুল কালাম আজাদ স্বাক্ষরিত পৃথক এক আদেশে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ে সংযুক্ত অতিরিক্ত সচিব সাকিউন নাহার বেগম এনডিসিকে জাতীয় মহিলা সংস্থার নির্বাহী পরিচালক, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আলী রেজা মজিদকে বাংলাদেশ রপ্তানী প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষ এর সদস্য হিসেবে বদলিপূর্বক নিয়োগ করা হলো।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত