১৪ দলে ভাঙনের সুর

| আপডেট :  ২৬ জুন ২০২২, ০৭:৩৭  | প্রকাশিত :  ২৬ জুন ২০২২, ০৭:৩৭

জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) রাজশাহী মহানগর শাখার সাধারণ সম্পাদক আমিরুল কবির বাবু বলেছেন, ‘দেশের উন্নয়নে জাসদ ও ১৪ দলের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তার প্রতিফলন আজকে উদ্বোধন হওয়া দেশের সবচেয়ে বড় মেগা প্রকল্প পদ্মা সেতু। অথচ ১৪ দলকে বাদ দিয়ে আওয়ামী লীগ একাই এ অর্জনের পুরো কৃতিত্ব নিতে চায়। বাকি শরিক দলগুলোকে উদ্বোধনী অনুষ্ঠানে শুধুমাত্র দাওয়াত দিয়েই দায় সারা হয়েছে।’

শনিবার (২৫ জুন) দুপুরে জাতীয় সমাজতান্ত্রিক দলের সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে আয়োজিত যৌথ প্রতিনিধি সভায় তিনি এ কথা বলেন। চাঁপাইনবাবগঞ্জ জেলা জাসদের আয়োজনে জেলা শহরের মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে এই সভা অনুষ্ঠিত হয়।

আমিরুল কবির বাবু বলেন, ‘১৪ দলের মধ্যে সরকার পরিচালনাসহ বিভিন্ন কার্যক্রমে জাসদ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। এমনকি সরকারের সঙ্গে থাকার পরও নানা অনিয়ম-দুর্নীতির কথা তুলে ধরে জাসদ। এসব নিয়ে বিভিন্ন আন্দোলন-সংগ্রাম করে আসছেন জাসদের নেতাকর্মীরা। দেশের উন্নয়নে যা অত্যন্ত তাৎপর্যপূর্ণ।’

সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন- কেন্দ্রীয় জাসদের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুলাহিল কাইউম। জেলা জাসদের সভাপতি মোজাফফর হোসেনের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন- কেন্দ্রীয় জাসদের উপদেষ্টা পরিষদের সদস্য বীর মুক্তিযোদ্ধা মেহের আলী, কেন্দ্রীয় জাসদের সহ-সম্পাদক আব্দুল্লাহ আল মাসুদ শিবলী, জেলা জাসদের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনির।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত