২৮ হাজার টাকার ঋণ ৩ লাখ দিয়েও পরিশোধ হচ্ছে না!

| আপডেট :  ১০ আগস্ট ২০২১, ০৭:২৪  | প্রকাশিত :  ১০ আগস্ট ২০২১, ০৭:২৪

দাদন ব্যবসায়ীদের খপ্পরে পড়ে নিজের সর্বস্ব বিক্রি করে সুদের টাকা পরিশোধ করলেও পুনরায় সুদের টাকার দাবি করছেন এক দাদন ব্যবসায়ী। নিজের সর্বস্ব হারিয়ে টাকা দিতে অপারগতা স্বীকার করায় ভাড়াটিয়া দিয়ে বাড়ি দখলেও চেষ্টা করছেন।

জয়পুরহাটের পাঁচবিবির পৌর শহরের উত্তর গোপালপুরে ঘটনাটি ঘটে। প্রতিকার চেয়ে ভুক্তভোগী আদিবাসী এক যুবক মঙ্গলবার উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ করেন।

অভিযোগে জানা যায়, ৩ বছর আগে আদিবাসী ওপেন উড়াও পাঁচবিবির বালিঘাটা বাজারের শুকুর আলীর ছেলে দাদন ব্যবসায়ী শফিকুল ইসলামের কাছ থেকে ২৮ হাজার টাকা মাসিক সুদে ঋণ নেয়। এ যাবত ৩ লাখ টাকা পরিশোধ করেও শোধ হয়নি দাদন ব্যবসায়ীর ২৮ হাজার টাকার ঋণ। টাকা গ্রহণকালে ব্যাংকের ফাঁকা চেক, ফাঁকা স্ট্যাম্পে স্বাক্ষর নেয় শফিকুল।

ওপেন জানায়, টাকা পরিশোধ করে কাগজপত্র ফেরত চাইলে না দিয়ে বরং ওই কাগজে লাখ লাখ টাকার অংক বসিয়ে উকিল নোটিশ পাঠায়।

অভিযোগ বিষয়ে শফিকুল ইসলাম বলেন, আমার নামে এসব অভিযোগ মিথ্যা। তবে জমি বিক্রির জন্য আমার নিকট থেকে ৫ লাখ টাকা ওপেন নিয়েছিল।

পাঁচবিবি উপজেলা নির্বাহী কর্মকর্তা বরমান হোসেন বলেন, এমন লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত