৮ অতিরিক্ত আইজিপি পদে যাদের নাম আসছে
পুলিশের উপ-মহাপরিদর্শক (ডিআইজি) থেকে অতিরিক্ত আইজিপি হচ্ছেন আট কর্মকর্তা। পদোন্নতিযোগ্য কর্মকর্তাদের তালিকা চূড়ান্ত করতে এরইমধ্যে সুপিরিয়র সিলেকশন বোর্ড বা এসএসবির মিটিং সম্পন্ন হয়েছে।
কারা আটটি শূন্য পদের বিপরীতে অতিরিক্ত আইজিপি হচ্ছেন, এই তালিকায় অনেকের নাম আলোচনায় আছে। পদোন্নতির জন্য ১২ ও ১৫তম ব্যাচের কর্মকর্তারা বিবেচনায় রয়েছেন।
জানা গেছে, ১২তম ব্যাচের কর্মকর্তাদের মধ্যে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) প্রধান ডিআইজি বনজ কুমার মজুমদার, কেন্দ্রীয় পুলিশ হাসপাতালের প্রধান ডিআইজি ড. হাসান উল হায়দার, ট্যুরিস্ট পুলিশ প্রধান ডিআইজি মোর্শেদুল আনোয়ার খান, ডিআইজি গোলাম কিবরিয়া ও আবু হাসান মোহাম্মদ তারিক আলোচনায় আছেন। এছাড়া এছাড়া ১৫তম ব্যাচের মধ্যে আলোচনায় আছেন, অতিরিক্ত আইজির চলতি দায়িত্বে থাকা বিশেষ শাখার (এসবি) প্রধান মো. মনিরুল ইসলাম, শিল্প পুলিশের ডিআইজি মাহবুবুর রহমান, ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি ব্যারিস্টার মা. হারুন অর রশিদ, ডিআইজি ওয়াই এম বেলালুর রহমান, ডিআইজি মোহাম্মদ আলী মিয়া, খন্দকার লুৎফুল কবীর, ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার মাসুম রাব্বানী, কৃষ্ণপদ রায়, শাহাবুদ্দিন খান প্রমুখ।
পুলিশের বিভিন্ন ইউনিটের সাংগঠনিক কাঠামোর পুনর্বিন্যাসের মাধ্যমে ২০টি এসপি ও ১৫৮টি এএসপি এবং ৪৮টি অ্যাডিশনাল এসপিসহ সর্বমোট ১৭৮টি পদ বিলুপ্ত করে চারটি অ্যাডিশনাল আইজি, ১৮টি ডিআইজি, ৮৮টি অ্যাডিশনাল ডিআইজি, ২০টি এসপি এবং ৪৮টি অ্যাডিশনাল এসপিসহ মোট ১৭৮টি ক্যাডার পদের প্রস্তাবনা করা হয়। সূত্র: সমকাল
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত