‘মানুষ ভোট দেয়নি, তবুও ১২ বছর ধরে তারা ক্ষমতায়’
নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেছেন, গায়ের জোরে কিছু দিন ক্ষমতায় থাকা যায়, কিন্তু দীর্ঘ দিন থাকা যায় না। তিনি বলেন, বর্তমান সরকার কিভাবে ক্ষমতায় আছে এটা সারা দুনিয়া জানে।
মঙ্গলবার (৫ জুলাই) দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে বরিশাল মেট্রোপলিটন প্রেস ক্লাবের যুগ্ম-সম্পাদক সাংবাদিক মামুনুর রশীদ নোমানীর ওপর হামলাসহ সারা দেশে সাংবাদিকদের ওপর নির্যাতনের প্রতিবাদে তৃণমূল নাগরিক আন্দোলন আয়োজিত মানববন্ধনে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, বিশ্বের বড় গণতান্ত্রিক শক্তিগুলো জানে, আমাদের আশপাশের যতগুলো দেশ আছে তারা সবাই জানে যে বাংলাদেশে কথা বলার অধিকার নেই। তারা জানে বাংলাদেশে সাংবাদিকতার অধিকার নেই। এমনকি সোশ্যাল মিডিয়াগুলোতেও কিছু বলার অধিকার নেই।’
মান্না বলেন, সরকার কতগুলো মানুষকে চিলের মতো, শকুনের মতো দিনের বেলা, রাতের অন্ধকারে তুলে নিয়ে গুম করেছে। তাদের কথা বলা যায় না।
তিনি বলেন, ‘এ সরকার ভোট ডাকাতি করে ক্ষমতায় আছে। কোনো নির্বাচন হয়নি, মানুষ ভোট দেয়নি, তবুও ১২ বছর ধরে তারা ক্ষমতায়।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত