আদালত চত্বরে যা বললেন পরীমণির নানা
![](https://ajkerkhobor.net/wp-content/uploads/2021/08/image-266454-1628589804.jpg)
মাদক মামলায় চিত্রনায়িকা পরীমণিকে আবারও দুইদিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। মঙ্গলবার (১০ আগস্ট) চারদিনের রিমান্ড শেষে তাকে আদালতে হাজির করা হয়। এরপর তার বিরুদ্ধে মাদক আইনের মামলার সুষ্ঠু তদন্তের জন্য পাঁচদিনের রিমান্ড আবেদন করে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি)।
মঙ্গলবার (১০ আগস্ট) শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম দেবব্রত বিশ্বাস পরীমণির দুইদিনের রিমান্ড মঞ্জুর করেন। মঙ্গলবার পরীমণিকে দেখতে আদালতে হাজির হয়েছিলেন নানা শামসুল হক গাজী।
এসময় গণমাধ্যমকে তিনি বলেন, নিজের জন্য জীবনে পরীমণি কিছু করেনি। মানুষের জন্য দান করছে। এখন পরিস্থিতির শিকার হয়ে গেছে। নিজে একটা ফ্ল্যাট করে নাই। এফডিসিতে প্রতি বছর গরিবদের জন্য কোরবানি দেয়। আল্লাহ পাক যদি তাকে মাফ করে।
পরীমণির বাসা থেকে উদ্ধার হওয়া মদের বোতল প্রসঙ্গে তিনি বলেন, খালি বোতল ছিল। মাদকের বোতল কিনা জানি না। পরীমণির মুক্তি কামনা করে শতবর্ষী শামসুল হক বলেন, আল্লাহ যদি পরীকে মুক্তি দেয়।
বৃহস্পতিবার (৫ আগস্ট) রাজধানীর সিএমএম আদালতের বিচারক হাকিম মামুনুর রশীদ শুনানি শেষে পরীমণির চারদিনের রিমান্ড মঞ্জুর করেছিলেন।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত