আলোচিত বুশরার আসল পরিচয় জানা গেল

| আপডেট :  ০৪ মে ২০২৩, ০৮:১৭  | প্রকাশিত :  ০৪ মে ২০২৩, ০৮:১৭

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) সাংগঠনিক কাঠামোতে ‘চিফ হিট অফিসার’ নামে কোনো পদ নেই। এমনকি তাপ নিয়ন্ত্রণ নামে কোনো শাখা বা বিভাগও নেই। এমনকি মেয়র আতিকুল ইসলামের মেয়ে বুশরা আফরিনকে উত্তর সিটি করপোরেশনের কোনো পদে নিয়োগ দেওয়া হয়নি বলে দাবি করেছেন করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা সেলিম রেজা।

তিনি বলেছেন, বিষয়টি একটু ভুল বোঝাবুঝির মাধ্যমে ছড়িয়েছে।

গতকাল বুধবার উত্তর সিটির প্রধান জনসংযোগ কর্মকর্তা মকবুল হোসেন পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, ‘আরশট-রক ফাউন্ডেশন তাপ কমাতে উত্তর ঢাকায় নানা কর্মসূচি বাস্তবায়ন করবে। এ কার্যক্রম পরিচালনার জন্য বুশরা আফরিনকে উত্তর সিটি করপোরেশনের ‘চিফ হিট অফিসার’ নিয়োগ দেওয়া হয়েছে। এর মাধ্যমে ঢাকা উত্তর সিটিতে এশিয়ার প্রথম শহর হিসেবে একজন চিফ হিট অফিসার (সিএইচও) নিয়োগ দেওয়া হলো।’

তবে সংবাদ বিজ্ঞপ্তিতে বুশরা আফরিনকে যে সিটির ‘চিফ হিট অফিসার’ পদে নিয়োগ দেওয়ার কথা বলা হয়েছে, সেটি সঠিক নয় বলে দাবি করেন ডিএনসিসির সিইও সেলিম রেজা।

তিনি বলেন, ‘বুশরা আফরিনকে আরশট-রক ফাউন্ডেশন নামের একটি আন্তর্জাতিক সংস্থা এশিয়া অঞ্চলের জন্য নিয়োগ করেছেন। তার বেতন-ভাতা, সুযোগ-সুবিধা ওই সংস্থাই দেবে। এই সংস্থা উত্তর সিটি করপোরেশনের সঙ্গেও কাজ করবে।’

যুক্তরাষ্ট্রভিত্তিক অ্যাড্রিয়েন আরশট-রকফেলোর ফাউন্ডেশন রেজিলিয়েন্স সেন্টারের (আরশট-রক) সঙ্গে ঢাকার তাপমাত্রা কমানোর চেষ্টায় যৌথভাবে কাজ করতে সমঝোতা করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন। সেখানেই চিফ হিট অফিসার হিসেবে কাজ করার কথা রয়েছে মেয়র আতিকুল ইসলামের মেয়ে বুশরা আফরিনের। তবে তিনি উত্তর সিটি থেকে নিয়োগ পাননি বলে জানায় করপোরেশন।

সেলিম রেজা বলেন, ‘উত্তর সিটি করপোরেশনে চিফ হিট অফিসারের কোনো পদ নেই। আমরা নিয়োগ দেই নাই, বেতনও দেব না। এসব বিষয় আমাদের নয়। এটা আরশট রকফেলো ফাউন্ডেশন একটি প্রসেসের মাধ্যমে এশিয়ার জন্য চিফ হিট অফিসার নিয়োগ করেছে। নট ফর ঢাকা উত্তর সিটি করপোরেশন। তারা তাকে নিয়োগ দিয়েছে, তারাই বেতন-ভাতা দেবে।’

সিটি করপোরেশন সূত্রে জানা গেছে, উত্তর সিটিতে পরিবেশ, জলবায়ু ও দুর্যোগ ব্যবস্থাপনা সার্কেল নামে একটি প্রকৌশল শাখা রয়েছে। সেখানেও এ নামে কোনো পদ নেই।

তাই যে বিষয়টি ছড়িয়েছে সেটিকে ভুল বোঝাবুঝি জানিয়ে এই কর্মকর্তা বলেন, ‘বিষয়টি পরিষ্কার করে আমরা শিগগিরই একটা বিজ্ঞপ্তি দেব।’

সিটি করপোরেশন কাউকে চাইলেই নিয়োগ দিতে পারে না বলেও জানান সিইও সেলিম রেজা।

তিনি বলেন, ’সিটি করপোরেশনে পদ না থাকলে কাউকে নিয়োগ করা যায় না। নিয়োগ করতে পদ থাকতে হয়, নিয়োগ বিজ্ঞপ্তি হয়, পরীক্ষা হয়, তারপর নিয়োগ হয়।’

ঢাকা ‍উত্তর সিটি করপোরেশনে ১০টি আঞ্চলিক কার্যালয় এবং একটি প্রধান কার্যালয়ে ১৭০টি পদ-পদবির বিপরীতে এখন ২ হাজার ৫৬৯টি পদ আছে। এসব পদে বর্তমানে ৭২২ জন কর্মরত আছেন ও ১ হাজার ৮৪৭টি পদ শূন্য রয়েছে।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত