ফেনীতে নতুন উদ্যোগ, যানজট কমাতে লাল-হলুদ অটোরিকশা

| আপডেট :  ২৮ অক্টোবর ২০২১, ০৪:৫৫  | প্রকাশিত :  ২৮ অক্টোবর ২০২১, ০৪:৫৫

ফেনী শহরের যানজট নিরসনে নতুন উদ্যোগ নিয়েছেন পৌর মেয়র নজরুল ইসলাম স্বপন মিয়াজী। পৌর এলাকায় তিনি চালু করেছেন লাল ও হলুদ চিহ্নিত করা ৩০০ অটোরিকশা, যা চলাচল শুরু করেছে বৃহস্পতিবার থেকে। এই সিএনজিচালিত অটোরিকশাগুলোর কোনোটির সামনের রং লাল, কোনোটির হলুদ।

মেয়র জানান, ফেনীর মহিপাল থেকে সদর হাসপাতাল মোড় ও লালপুল থেকে সালাহ উদ্দিন মোড়- এই দুই রুটে চলবে এই অটোরিকশাগুলো। পর্যায়ক্রমে এগুলোর সংখ্যা বাড়ানো হবে। এগুলো ছাড়া অন্য কোনো গণপরিবহন শহরের যাত্রী তোলা বা শহরে যাত্রী নামাতে পারবে না। কেবল শহর দিয়ে চলাচল করতে পারবে।

তিনি বলেন, ‘পৌর পরিবহনের বাইরে অন্য কোনো গণপরিবহন ফেনী শহরে অবস্থান করতে পারবে না। নাগরিকদের সুবিধার কথা চিন্তা করে এমন উদ্যোগ নেয়া হয়েছে। জরুরি প্রয়োজনের গাড়ি এই বিধির আওতার বাইরে থাকবে। যদি এটি শতভাগ বাস্তবায়ন করা যায় তাহলে যানজট নিরসন হবে।’

এই অটোরিকশাগুলোর ভাড়াও নির্ধারণ করে দিয়েছে পৌর কর্তৃপক্ষ। স্থানীয় রবিউল হক রবি জানান, মেয়রের এমন উদ্যোগ সন্তোষজনক। মানুষের নাগালে থাকবে পরিবহন সুবিধা। ভাড়া নিয়ে বিড়ম্বনা পোহাতে হবে না। তবে এ বিষয়ে সার্বিক নজরদারি রাখতে হবে পৌর কর্তৃপক্ষকে।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত