‘শেখ হাসিনা প্রতিশ্রুতি পূরণ করছেন বলেই মানুষ ভোট দিয়ে বারবার নির্বাচিত করছে’

| আপডেট :  ০৪ জুন ২০২২, ০৩:৩৮  | প্রকাশিত :  ০৪ জুন ২০২২, ০৩:৩৮

আওয়ামী লীগ অনুকম্পা দেখাচ্ছে বলে বিএনপি টিকে রয়েছে, এমন মন্তব্য করেছেন ক্ষমতাসীন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মতিয়া চৌধুরী।

শনিবার (৪ জুন) জাতীয় প্রেস ক্লাবের সামনে বাংলাদেশ কৃষক লীগ আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব মন্তব্য করেন।

মতিয়া চৌধুরী বলেন, ‘বিএনপি হত্যার রাজনীতিতে বিশ্বাসী। শেখ হাসিনা মহানুভবতা দেখিয়েছেন বলেই পৃথিবীর একমাত্র বন্দি হিসেবে খালেদা জিয়া জেলখানায় কাজের লোক রেখে আরাম আয়েশে থাকতে পেরেছেন। বিরোধী দলে থাকতে আমরা (আওয়ামী লীগ) অনুকম্পা চাইনি, আমরা অনুকম্পা দেখাচ্ছি বলে বিএনপি টিকে রয়েছে। অপরদিকে আমরা আন্দোলন-সংগ্রাম করে মাঠে ছিলাম।’

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের প্রসঙ্গে মতিয়া চৌধুরী বলেন, ‘শেখ হাসিনা গৃহহীনদের লাল-সবুজের ঘর উপহার দিচ্ছেন। কমিউনিটি ক্লিনিকের মাধ্যমে ২০টি ওষুধ ফ্রি পাচ্ছেন। শেখ হাসিনা তার প্রতিশ্রুতি পূরণ করে চলেছেন বলেই বাংলার কৃষক ও মেহনতি মানুষ ভোট দিয়ে বারবার নির্বাচিত করছে।’

বাংলাদেশ কৃষক লীগের সভাপতি সমীর চন্দ্রের সভাপতিত্বে দলের মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক মৃণাল কান্তি দাস, বাংলাদেশ কৃষক লীগের সাধারণ সম্পাদক উম্মে কুলসুম স্মৃতি প্রমুখ বক্তব্য রাখেন।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত