অফিস সহায়কদের পদোন্নতি, কাগজপত্র পাঠনোর নির্দেশ
প্রাথমিক শিক্ষা অধিদপ্তর ও অধিদপ্তরাধীন মাঠ পর্যায়ে কর্মরত অফিস সহায়ক পদ থেকে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে পদোন্নতি লক্ষ্যে প্রয়োজনীয় কাগজপত্র চেয়ে নির্দেশনা প্রদান করা হয়েছে।
বুধবার (২৫ মে) প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সহকারী পরিচালক (সাধারণ প্রশাসন) মোহাম্মদ নজরুল ইসলাম স্বাক্ষরিত স্মারকে এ নির্দেশনা দেয়া হয়েছে।
এতে বলা হয়েছে, পদোন্নতির লক্ষ্যে যারা এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ তাদের এসএসসি পাসের সত্যায়িত সনদপত্র, মূল চাকরী বহি, নিয়োগপত্র, বিভাগীয় মামলা/ফৌজদারী ও দুর্নীতি মামলার সংক্রান্ত নিয়ন্ত্রণকারী প্রদত্ত প্রত্যয়ন ও বিগত ৫ বছরের বিশেষ প্রতিবেদন আগামী ৩১ মে ২০২২ সালের মধ্যে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে প্রেরণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।
যারা পূর্বে কাগজপত্র প্রেরণ করেছেন তাদের পুনরায় প্রেরণ করার প্রয়োজন নেই।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত