এক বীর মুক্তিযোদ্ধা সন্তানের আক্ষেপ
হা বলিব সত্য বলিব…..
রাষ্ট্র মুক্তিযোদ্ধাদের ‘বীর’ মুক্তিযোদ্ধা Heroic Freedom Fighter উপাধি দিয়েছে, কিন্তু রাষ্ট্র বীরদের সম্মানী ভাতা সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতায় নিয়ে গেছে, রাষ্ট্র মুক্তিযোদ্ধাদের ‘বীর’ উপাধি দিয়েছে কিন্তু রাষ্ট্র মুক্তিযোদ্ধা পরবর্তী প্রজন্মদের কেরানী, চাকর, সুইপার বানানোর জন্য ১ম ও ২য় শ্রেণিতে কোটা বাতিল করে ৩য় ও ৪র্থ শ্রেণিতে নিয়ে গেছে, রাষ্ট্র মুক্তিযোদ্ধাদের ‘বীর’ উপাধি দিয়েছে কিন্তু কিছুদিন আগে সকল সরকারি হাসপাতালে বীর মুক্তিযোদ্ধা ছাড়া অন্যান্য সদস্যদের চিকিৎসা সেবা বাতিল করেছে, আর বীর মুক্তিযোদ্ধাদের জন্য যেটুকু আছে তা পরিপত্র পর্যন্তই সীমাবদ্ধ!
রাষ্ট্র মুক্তিযোদ্ধাদের ‘বীর’ উপাধি দিয়েছে কিন্তু সরকারি অফিস আদালত এবং দলীয় নেতাকর্মীদের হাতে বীর মুক্তিযোদ্ধা লাঞ্ছিত, অপমানিত এবং নিপীড়িত ও নির্যাতিত হচ্ছে কিন্তু চোখে পড়ার মতো বিচার হচ্ছে না।
আমার কাছে সব দ্বিমুখী নীতির মতো মনে হচ্ছে।
৫০ বছর পর কাগজের পরিপত্র দিয়ে কি হবে?
বাংলাদেশে যদি কোনো শ্রেণি সমস্যায় থাকে তাহলে সেটা বীর মুক্তিযোদ্ধা পরিবার, কেউ প্রমাণ চাইলে আমি দিতে রাজি আছি।
তবে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার কাছে আমাদের আকুল আবেদন থাকবে এদেশের একজন প্রবীণ নাগরিক হিসেবে হলেও বীর মুক্তিযোদ্ধাদের চিকিৎসা সেবা নিশ্চিত করুন।
ফরিদুল ইসলাম
মুক্তিযোদ্ধার সন্তান ও প্রজন্ম
হাজীগঞ্জ উপজেলা কমান্ড কাউন্সিল
হাজীগঞ্জ, চাঁদপুর
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত