প্রাথমিকের শিক্ষকের করোনা, এক সপ্তাহের জন্য বন্ধ বিদ্যালয়

বান্দরবানের নাইক্ষ্যাৎছড়িতে সহকারী শিক্ষকের করোনা শনাক্ত হওয়ায় তুমব্রু সরকারি প্রাথমিক বিদ্যালয় এক সপ্তাহের জন্য বন্ধ ঘোষণা করেছে উপজেলা প্রশাসন। রোববার (৩ অক্টোবর) নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের এ বিদ্যালয়টি বন্ধ করা হয়েছে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রহিম শাওন জানান, এখানে ১০ জন শিক্ষক ও সাড়ে ৪০০ শিক্ষার্থী রয়েছে। এর মধ্যে সহকারী শিক্ষক ফাতেমা-তুজ-জোহরার করোনা শনাক্ত হয়েছে। এরপরই বিদ্যালয়টি এক সপ্তাহের জন্য বন্ধ ঘোষণা করেন নাইক্ষ্যাৎছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা। এছাড়া বিদ্যালয়ের অন্যান্য শিক্ষার্থী ও শিক্ষকরা সুস্থ রয়েছেন।
তিনি বলেন, ‘করোনাভাইরাসের প্রাথমিক উপসর্গ দেখা দেওয়ায় প্রথমে দুই শিক্ষক তাদের নমুনা পরীক্ষা করান। এর মধ্যে একজনের করোনা শনাক্ত হয়।’
বান্দরবান জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. শফিউল আলম বলেন, ‘শিক্ষকের করোনা শনাক্ত হওয়ায় ঝুঁকি এড়াতে বিদ্যালয়টি আগামী ৯ অক্টোবর পর্যন্ত এক সপ্তাহের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক হলে পুনরায় বিদ্যালয়টি খুলে দেওয়া হবে।’
নাইক্ষ্যাৎছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা সালমা ফেরদৌস বলেন, ‘সহকারী শিক্ষক ফাতেমা-তুজ-জোহরার করোনা আক্রান্ত। বর্তমানে তিনি নিজের বাড়িতে আইসোলেশন রয়েছেন। বিদ্যালয়টিও বন্ধ রাখা হয়েছে।’সি আজ রাতে
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত