বাংলাদেশ সীমান্তের কাছে মিয়ানমারের ১৯ পুলিশ কর্মকর্তা নিহত

মিয়ানমারের বাংলাদেশ সীমান্তের কাছে আরকান আর্মি ও পুলিশের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে পুলিশের ১৯ কর্মকর্তা নিহত হয়েছেন। এরপর আরাকান আর্মির ওপর বিমান হামলা চালিয়েছে দেশটির সেনাবাহিনী।
মিয়ানমারভিত্তিক সংবাদমাধ্যম ইরাবতী এক প্রতিবেদনে জানিয়েছে, রাখাইনে গত বুধবার আরাকান আর্মি ১৯ পুলিশ সদস্যকে হত্যা করেছে। এছাড়া রাখাইনের স্বায়ত্তশাসনের দাবিতে লড়াইয়ে থাকা বিদ্রোহী সংগঠনটি পুলিশ ফাঁড়িও দখল করে নিয়েছে।
স্থানীয় এক বাসিন্দা বলেন, বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) জান্তা সরকার এলাকাটিতে হেলিকপ্টার ও যুদ্ধবিমানের মাধ্যমে হামলা শুরু করে।
তবে মিয়ানমারের যুদ্ধবিমান থেকে ছোড়া ২টি গোলা বাংলাদেশ সীমান্তের ভেতরেও পড়েছে। শনিবার (৩ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টায় বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের রেজু আমতলী বিজিবি বিওপি আওতাধীন সীমান্ত পিলার ৪০-৪১ এর মাঝামাঝি এলাকায় এ ঘটনা ঘটে।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত