বুবলি-শাকিবের বিয়ে হয় ২০১৯ সালে, উত্তরায়

সুত্র বলছে, গেলো বছর আমেরিকাতে বুবলির বাচ্চা হয়। সে সময় আমেরিকায় ছিলেন শাকিব খান। বুবলির বাচ্চা জম্ম নেয়া আর চিকিৎসার বিষয়টি তদারকি করেছেন শাকিব খানে ঘনিষ্ঠ ব্যবসায়ী পার্টনার হিমেল আশরাফ।
তবে বুবলির একটি পোষ্টকে কেন্দ্র করে অপু বিশ্বাস আর শাকিব খানে সংসার কথা চলে আসে সবার সামনে। ভেঙ্গে যায় অপু শাকিবের সংসার।
আর শাকিব খানের আমেরিকার যাওয়া আসার বিষয়টি অনেকে জানেন। বীর সিনেমার শুটিং এ দু’জনের মধ্যে প্রেম ভালবাসা শুরু।বীর সিনেমার সময় প্রেগন্যান্ট হয় বুবলি।
তারপর বুবলিকে পাঠানো হয় আমেরিকা। আমেরিকাতে হিমেল সব ধরণের সহযোগিতা করেন বুবলিকে । সন্তান জম্ম নেয়ার পর সাড়ে ১৫ হাজার ডলার পাঠান শাকিব খান। পরে আরো এগারো হাজার ডলার পাঠান বুবলিকে। শাকিব -বুবলির ডকুমেন্টস আছে। বুবলি-শাকিবের বিয়ে উত্তরার বাসায় ২০১৯ সালে।
দু’জন নিউইয়র্কে একটি হোটেলে একসঙ্গে ছিলেন প্রায় ৬ মাস।বাচ্চা হওয়ার সময়টা। সাকিবের কাছের বন্ধু হিমেল এর বাসায়ও থেকেছেন কিছু দিন। বিয়ের খবর জানতেন মিশা সওদাগরও। শাকিব বুবলির মাঝে আছেন আরেকজন।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত