যোগদানের মাস থেকেই বেতনের সমান উৎসব ভাতা

এখন থেকে যোগদানের মাস থেকেই উৎসব ভাতা পাবেন বিভিন্ন সরকারি, আধা-সরকারি ও রাষ্ট্রীয় মালিকানাধীন এবং স্বশাসিত প্রতিষ্ঠানের নতুন কর্মচারীরা। উৎসবের মাসে বা তার আগের মাসের যে তারিখেই যোগদান করুক না কেন, মূল বেতনের সমান বোনাস পাবেন এসব প্রতিষ্ঠানের কর্মচারীরা।
সোমবার (২৩ আগস্ট) অর্থ মন্ত্রণালয় থেকে জারি করা এক আদেশে নতুন বিষয়টি জানানো হয়।
অর্থ বিভাগের সিনিয়র সহকারী সচিব শামীম বানু শান্তি স্বাক্ষরিত আদেশটির অনুলিপি মন্ত্রিপরিষদ বিভাগের সচিব. মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক, সব মন্ত্রণালয়ের সচিব মাঠ পর্যায়ের হিসাবরক্ষণ কর্মকর্তা, বিভাগীয় কমিশনার ও ডিসিদের পাঠানো হয়েছে।
প্রসঙ্গত, আগে যোগদানের মাসে উৎসব হলে নতুন সরকারি কর্মচারী খণ্ডিত বোনাস পেতেন।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত