২০২৩ সাল অত্যন্ত বিপর্যয়কর হবে, দুর্ভিক্ষও দেখা দিতে পারে

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, রাশিয়া-ইউক্রেন যুদ্ধকে ঘিরে নিষেধাজ্ঞা ও পাল্টা নিষেধাজ্ঞার কারণে আগামী বছর সারা বিশ্বের জন্য ‘খুবই বিপর্যয়কর’ হতে পারে। তবে দেশের অর্থনীতি ‘পর্যাপ্ত শক্তিশালী’ এবং উদ্বিগ্ন হওয়ার কিছু নেই। বৃহস্পতিবার (৬ অক্টোবর) বিকেলে যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্র সফর নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা বলেন প্রধানমন্ত্রী।
প্রধানমন্ত্রী বলেন, এই সফরে বিশ্বনেতাদের মধ্যে যাদের সঙ্গে সাক্ষাৎ হয়েছে, তারা সবাই অর্থনীতি নিয়ে উদ্বেগের কথা বলেছেন। সবার মধ্যে এমন একটা ভয় আছে। সবাই বলেছে যে, ২০২৩ সালে বিশ্বের জন্য একটি অত্যন্ত বিপর্যয়কর সময়ের দিকে আসছে, এমনকি বিশ্বব্যাপী দুর্ভিক্ষও দেখা দিতে পারে। এ নিয়ে সবাই চিন্তিত ও আতঙ্কিত।’
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত